খুলনা | মঙ্গলবার | ১২ অগাস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২

পাটকেলঘাটায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১২ অগাস্ট ২০২৫


পাটকেলঘাটার পল­ীতে সোমবার বেলা ১টার দিকে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আমেনা খাতুন (১৪) নামে এক কিশোরী মৃগী রোগীর মৃত্যু হয়েছে। 
জানাগেছে, পাঁচপাড়া গ্রামের মহিদুল ইসলামের মেয়ে আমেনা খাতুনের পিতা মহিদুল অন্যত্র বিয়ে করে বাড়ি ছাড়া। আমেনার মা ও অন্য স্থানে বিয়ে করে ঘর সংসার করছেন। আমেনাকে দেখাশুনা করে তার ছোট চাচা শহিদুল ইসলাম। গতকাল বেলা ১টার দিকে সে নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তবে তার চাচীসহ বাড়ির সবাই তাকে তল­াশী করে পায়নি। দুই ঘন্টা পর আমেনা মৃত লাশ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী তার চাচাকে খবর দিলে লাশটি পুকুর থেকে তোলা হয়। এতে আমেনার বাড়িতে নেমে আসে শোকের ছায়া।