খুলনা | বৃহস্পতিবার | ১৪ অগাস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ১৪ অগাস্ট ২০২৫


নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন (দুদকের) সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অনিয়মের সত্যতা যাচাইয়ে বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল বলেন, প্রথমে তারা ছদ্মবেশে পাসপোর্ট অফিস আশেপাশে ঘুরে কিছু দালালের আনাগোনা লক্ষ্য করা গেছে। আশপাশের কিছু কম্পিউটারের দোকানের সাথে পাসপোর্ট অফিসের কতিপয় আনসার সদস্যরা যোগাযোগ করে কিছু সুবিধা দেওয়ারও সত্যতা পাওয়া যায়। কয়েকটি আবেদন যাচাই করে সাংকেতিক চিহ্নও পাওয়া গেছে। বিষযটি উধ্বর্তন কর্মকর্তাদের জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।