খুলনা | শুক্রবার | ১৫ অগাস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানের রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৪ এ.এম | ১৫ অগাস্ট ২০২৫


পাকিস্তান শাহিনসের রান পাহাড় টপকাতে যেমন শুরু দরকার ছিল, সেটাই পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সাইফ হাসান ও জিশান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে রীতিমতো রানবন্যা বইয়ে দেয় টাইগাররা। তাতে বড় রান তাড়ার শক্ত ভিত পায় দল। তবে তাদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়েও বাকিরা নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি। তাতে ৭৯ রানে হেরেছে বাংলাদেশ।
ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে পাকিস্তান শাহিনস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছে ইয়াসির খান। বাংলাদেশের হয়ে ৩৪ রানে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
২২৮ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই অভিজ্ঞ নাঈম শেখকে হারায় বাংলাদেশ। ৪ বলে ৫ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ের পরও ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তিনে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দেন সাইফ হাসান। 
সাইফের মতো আক্রমণাত্মক ব্যাটিং করেছেন জিশানও। দু’জনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৬ রান। ১৭ বলে ৩৩ রান করে জিশান বিদায় নিলে ভাঙে সেই জুটি। 
দারুণ ব্যাটিংয়ে ব্যাক্তিগত ফিফটি তুলে নেন সাইফ। সবমিলিয়ে ৩২ বলে ৫৭ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। তবে তার বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেননি। আফিফ হোসেন ধ্র“ব-মাহিদুল ইসলাম অঙ্কনরা দ্রুত ফিরলে দেড়শর আগেই অল আউট হয় বাংলাদেশ।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে পাকিস্তান শাহিনস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছে ইয়াসির খান। বাংলাদেশের হয়ে ৩৪ রানে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ।
আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দুই উদ্বোধনী ব্যাটার খাজা নাফি ও ইয়াসির খান রীতিমতো ঝড় তোলেন। তাদের ব্যাটে ভর করেই শক্ত ভিত পায় দল।
৩১ বলে ৬১ রান করে নাফি রান আউটের শিকার হলে ভাঙে ১১৮ রানের উদ্বোঢনী জুটি। ফিফটি পেয়েছেন আরেক ওপেনার ইয়াসিরও। তার ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৬২ রান।
তিনে নেমে ২৭ বলে অপরাজিত ৫০ রান করেছেন আব্দুল সামাদ। এ ছাড়া ১২ বলে ২৫ রান করেছেন ইরফান খান।