খুলনা | শুক্রবার | ১৫ অগাস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২

খুলনায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে পানি সরবরাহ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক |
০২:০৯ এ.এম | ১৫ অগাস্ট ২০২৫


নগরীর ২১নং ওয়ার্ডে শ্রীলঙ্কা কলোনিতে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে পানি সরবরাহ কার্যক্রম শুরু করেছে খুলনা ওয়াসা (KWASA) ও নেদারল্যান্ডসের ভিটেন্স ইভিডেস ইন্টারন্যাশনাল (VEI)। আন্তর্জাতিক সহযোগিতা কর্মসূচি ওয়াটার অপারেটর্স পার্টনারশিপ (WOP)-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনার ওয়াসা সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা ওয়াসা ও VEI-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে শ্রীলঙ্কা কলোনির প্রায় ১ হাজার বাসিন্দা নিরাপদ পানি পাওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ WOP প্রকল্পের মূল লক্ষ্য হলো পানি বিতরণ নেটওয়ার্ক, পানি সংযোগ ও ওয়াটার পয়েন্ট স্থাপনের মাধ্যমে নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির প্রবেশাধিকার নিশ্চিত করা। এর অংশ হিসেবে খুলনার শ্রীলঙ্কা কলোনিতে ১৩০টি পরিবারের জন্য পানি সংযোগ স্থাপন ও বিনামূল্যে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।
খুলনা ওয়াসার সচিব স্বপন কুমার রায় জানান, দরিদ্র মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে এ ধরনের প্রকল্প ভবিষ্যতেও চলমান থাকবে।