খুলনা | সোমবার | ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

পাটকেলঘাটায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৩০ পি.এম | ১৫ অগাস্ট ২০২৫


সাতক্ষীরার পাটকেলঘাটায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ছাত্রশিবির তালা উপজেলা পাটকেলঘাটা শাখার উদ্যোগে ১০০ জন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জোবায়ের হোসেন। ছাত্রশিবির পাটকেলঘাটা শাখার সভাপতি মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল­াহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল­াহ, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রুহুল আমিন, বিশিষ্ট চিকিৎস্যক আব্দুল­াহ আল  মামুন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার দপ্তর সম্পাদক নাহিদ ইসলাম, অর্থ সম্পাদক মতিউর রহমান প্রমুখ। 
প্রধান আলোচক অধ্যক্ষ মোঃ ইজ্জত উল­াহ বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা বড় হয়ে তোমাদেও মেধা দিয়ে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে পারবে। কাজেই সবাই মিলে এদেশকে একটি সুন্দর বাংলাাদেশ হিসাবে গড়ে তুলতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান, সাবেক শিবির নেতা শাহ আলম, কৃতি শিক্ষার্থী জাহিদ হাসান  প্রমুখ।