খুলনা | রবিবার | ১৭ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

ফার্মেসী মালিককে দুষছেন এলাকাবাসী

রূপসায় ১০টি ঘুমের ট্যাবলেট খেয়ে ৮ বছরের শিশু আমিনুর হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক |
১২:১৯ এ.এম | ১৬ অগাস্ট ২০২৫


পূর্ব রূপসায় ১০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আট বছরের শিশু আমিনুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গত ১২ আগস্ট রাতে সে স্থানীয় আদান ফার্মেসীর স্বত্বাধিকারী মনিরুল চৌধুরীর কাছ থেকে একপাতা (১০ পিস) ঘুমের ট্যাবলেট কিনে খেয়ে ফেলে। একসাথে পুরো ট্যাবলেট খেয়ে শিশুটি অসুস্থ হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একজন ওষুধ বিক্রেতা হয়ে শিশুর কাছে ঘুমের ট্যাবলেট বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকার সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 
পারিবারিক সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা বেল­াল হোসেন ব্যাপারির ছেলে আমিনুর হোসেন বাড়ির কাউকে না বলে আদান ফার্মেসীতে গিয়ে স্বত্বাধিকারী মনিরুল চৌধুরীর কাছ থেকে একপাতা ঘুমের ট্যাবলেট ক্রয় করে পুরো ট্যাবলেট খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা উপযুক্ত বিচারের দাবিতে পূর্ব রূপসা বাজার বণিক সমিতির সদস্য মোঃ হুমায়ূনের কাছে লিখিত অভিযোগ করলেও এখনো কোনো সমাধান পায়নি। শিশু আমিনুর হোসেনের পিতা বেল­াল হোসেন এ প্রতিবেদককে বলেন, একজন ওষুধ বিক্রেতা প্রেসক্রিপশন ছাড়া কিভাবে আট বছরের শিশুটির কাছে ঘুমের ট্যাবলেট বিক্রি করে এটা আমার বোধগম্য নয়। পুরো ট্যাবলেট একসাথে খাওয়ার ১০/১২ মিনিটের মধ্যে শিশুটি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমি ফার্মেসি মালিকের বিচার দাবি করছি।