খুলনা | রবিবার | ১৭ অগাস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরা ও ভেড়ামারায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা ও ভেড়ামারা প্রতিনিধি |
১২:২০ এ.এম | ১৬ অগাস্ট ২০২৫


সাতক্ষীরায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু আলিফ হোসেন সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। 
স্থানীয়রা জানান সন্ধ্যায় আলিফ হোসেন তার মায়ের সঙ্গে পাশের বাড়িতে গিয়েছিল। মা প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় পাশে খেলছিল আলিফ। খেলার ফাঁকে এক পর্যায়ে সে পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর আলিফকে না পেয়ে তার মা চারপাশে খোঁজা শুরু করে। একপর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় আলিফের মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 
ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজ এর একদিন পর বাড়ির পাশের পুকুরে আয়মান (৬) নামে এক শিশুর মরদহ মিলল। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি উত্তরপাড়া গ্রামে। মৃত শিশু আয়মান ওই এলাকার মমিন বিশ্বাসের পুত্র।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশু আয়মান লাল রঙের একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এলাকার সোশ্যাল মিডিয়াও বিষয়টি নিয়ে বিভিন্ন জন পোস্ট দেন। পরে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে সাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়। আয়মানের মরদেহ পাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। উক্ত বিষয়ে জানতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদারকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।