খুলনা | শনিবার | ১৬ অগাস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২

ক্ষমতাবলে বদলি হওয়া চালক স্বপদে বহাল

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য এখনও খুলনা জনস্বাস্থ্যের তত্ত্বাবধায়ক প্রকৌশলী!

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৩ এ.এম | ১৬ অগাস্ট ২০২৫


স্বৈরাচার পতনের জন্য জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ দিয়েছে। সেই অভ্যুত্থানে আ’লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আ’লীগের বেশির ভাগ নেতারা দেশত্যাগসহ রয়েছে আত্মগোপনে। তবে সরকারি দপ্তর গুলোতে এখনো ঘাপটি মেরে বসে আছে আওয়ামী দোসররা। তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে আ’লীগ আমলে করা স্বৈরাচারী কার্যক্রমের পুনরাবৃত্তি করতে। এমনই একটি প্রতিষ্ঠান খুলনার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। সেখানকার বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা আওয়ামী চেতনায় বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের আহবায়ক কমিটির একজন সক্রিয় সদস্য। 
বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের আহবায়ক কমিটির অনুমোদন হয় ২০২১ সালের ৩ আগস্ট। সেখানে প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম মিয়াকে আহবায়ক ও প্রকৌশলী শেখ সাদি রহমত উল­াহকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির ৪নং সদস্য পদে দেখা যায় খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বর্তমান তত্ত¡াবধায়ক প্রকৌশলী বাহার উদ্দিন মৃধার নাম। এই কমিটিতে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি ড. প্রকৌশলী এম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নুরুজ্জামান সাক্ষর করেছেন। 
প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা চলতি বছরের গত ২৭ এপ্রিল খুলনা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়ক হিসাবে যোগদান করেন। গত কয়েক মাসে সময় মত অফিস না করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে তার কাছে জানতে চাইতে তিনি বলেন, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদে যে তার একটি পদ রয়েছে তিনি তা জানেন না। 
তত্ত্বাবধায়ক প্রকৌশলীর গাড়ি চালক মোঃ মনিরুল ইসলাম মৃধা। এক অফিস আদেশের মাধ্যমে গত ১৬ জুলাই তাকে এ দায়িত্ব পালনের আদেশ বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছের কর্মচারী হওয়ায় তিনি এখনো স্বপদে বহল রয়েছেন। 
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের দেওয়া এই অফিস আদেশে বলা হয়েছে অধিদপ্তরের আঞ্চলিক পরীক্ষাগারের গাড়ি চালক মোঃ মনিরুল ইসলাম মৃধার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর গাড়ি চালকের দায়িত্ব পালনের প্রদত্ত আদেশ বাতিল করা হলো। তবে তাকে এখনো বহল রেখেছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা।