খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

শোভাযাত্রায় চিন্ময়ের প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা, আটক ৭

খবর প্রতিবেদন |
০৬:১৫ পি.এম | ১৬ অগাস্ট ২০২৫


চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে জন্মাষ্টমীর শোভাযাত্রা। নবীন, প্রবীণ, তরুণরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এসময় শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টাকালে সাতজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আন্দরকিল্লা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদিঘি, কোতোয়ালি, নিউ মার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন ও চেরাগি মোড় প্রদক্ষিণ করে আন্দরকিল্লার জেএম সেন হলে গিয়ে শেষ হয়।

পুলিশ জানায়, জন্মাষ্টমীর শোভাযাত্রায় কয়েকজন চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশ করতে চায়। আয়োজকরা বিষয়টি চিহ্নিত করে পুলিশকে জানায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রায় কয়েকজন চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশ করতে চায়। আয়োজকরা বিষয়টি চিহ্নিত করে পুলিশকে জানানোর পরে সাতজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত বলা যাবে।