খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

ডুমুরিয়ায় যথাযথ ভাবে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


খুলনার ডুমুরিয়ায় যথাযথভাবে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। হিন্দু ধর্মীয় এই উৎসবকে ঘিরে শনিবার দিন ব্যাপি উপজেলার সকল মন্দিরে ভক্তিমূলক গানসহ ধর্মীয় আলোচনা এবং শোভাযাত্রা করতে দেখা যায়। তারমধ্যে বড় পরিসরে এবং আড়ম্বরপূর্ণ ভাবে আয়োজন করা হয় উপজেলার টিপনা মহাশশ্মান মন্দিরে। 
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনিত প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি। উদযাপন কমিটির সভাপতি পবিত্র মলি­ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় প্রধান বক্তা ছিলেন, খুলনা বিভাগীয় হিন্দু কত্যাণ ফ্রন্ট ও ট্রাষ্টি নেতা প্রকৌশলী সত্যানন্দ দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র মোল­া খাইরুল ইসলাম ও জেলা ফ্রন্ট নেতা ব্রজেন কুমার ঢালী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জাসাসের জনপ্রিয় কন্ঠ শিল্পী রুপসা রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোল­া মাহাবুর রহমান, শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, জেলা কৃষক দলের মোল­া কবির হোসেন জেলা শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, মিলন কান্তি মলি­ক, খান আছাদুজ্জামান মিন্টু, ওয়াহিদ আলী ইমরান, জিএম মিজানুর রহমান মিল্টন, সরদার দৌলত হোসেন, চাঁদনী আক্তার, আমিনুর রহমান মোড়ল, বিএম হাবিবুর রহমান হবি, জিএম সাইকুল ইসলাম, অধ্যাপক মঞ্জুর রশিদ, মাষ্টার আইয়ুব আহমেদ, মোল­া আবুল কাশেম, শেখ হজরত আলী, পারভেজ ভুঁইয়া, ছাত্রদলের ফয়সাল চৌধুরী, এফ এম রফিকুল ইসলাম, ডাঃ আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, শশ্মান কমিটির সভাপতি অসিত মলি­ক, মৃনাল কান্তি দাস প্রমুখ। এর আগে তিনি ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ি মঠ আশ্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া উপজেলার সকল মন্দিরে মন্দিরে আলাদা ভাবে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব অনুষ্ঠিত হয়।