খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ঠে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
১২:৩৯ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


নড়াইলে বিদ্যুৎ স্পর্শে বিজয় কর্মকার নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মাইজপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিজয় কর্মকার মাইজপাড়া গ্রামের বাসু কর্মকারের ছেলে। সে মাইজপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, বিকেল ৫ টার দিকে বিজয় পাশের বাড়ির তিনতলার ছাদে শুকাতে দেয়া কয়লা আনতে যায়। এসময় অসাবধানতাবশত বাড়ির পাশ দিয়ে যাওয়া পল­ী বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে প্রথমে পাশের বাড়ির একটি টিনসেড ঘরের উপর এবং সেখান থেকে রাস্তার উপর পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক সোহেলী জামান কলেজ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।