খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

অভয়নগরে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা সানা মান্নান গ্রেফতার

অভয়নগর প্রতিনিধি |
১২:৩৯ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সানা আব্দুল সান্নানকে (৬২) গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন। সানা আব্দুল মান্নান চলিশিয়া গ্রামের মৃত জাফর সানার ছেলে। 
পুলিশ জানায়, ২০২৪ সালের ১০ ডিসেম্বর দায়ের করা একটি নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেয়া হয়েছে। আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।
জানা গেছে, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সানা আব্দুল মান্নান নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। যে কারণে তাকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।