খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরায় ৫২টি ভারতীয় মোবাইলসহ সাড়ে ২৫ লাখ টাকার পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪১ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


বিজিবি সদস্যরা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথধক অভিযানে বিভিন্ন ব্রান্ডের ৫২টি ভারতীয় মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ২৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। শনিবার দিনভার সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। তবে বিজিবি এসময় কোন চোরাচালানীকে গ্রেফতার করতে পারেনি। 
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, ঘোনা, সুলতানপুর, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, চান্দুরিয়া, তলুইগাছা, মাদরা, কালিয়ানী এবং হিজলদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এসব াভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কলারোয়া থানাধীন গোবরপোতা নামক স্থান ১০ বোতল ভারতীয় মদ এবং কলারোয়ার ফকিরের মোড় নামক স্থান হতে বিভিন্ন ব্রান্ডের ৫২ টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে। ভারতীয় অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার ওষুধ। আটক এসব ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ২৫ লাখ ৫১ হাজার টাকা। 
সূত্র আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উলে­খযোগ্য পরিমাণ রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, বজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদর দপ্তরের ষ্টোরে জমা করা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুণ/যুব স¤প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার লক্ষে সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।