খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

শার্শার সীমান্ত দিয়ে বিএসএফ ঠেলে পাঠালো এক ভারতীয়সহ ৩ জনকে

বেনাপোল প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে এক ভারতীয় ও দুই বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোরে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে তাদের ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেয়। যাদেরকে ঠেলে পাঠানো হয়েছে তারা হলেন খুলনার ডুমুরিয়ার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮)। এদের সাথে জোরপূর্বক পাঠানো হয়েছে ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেনকে (২৫)। 
শার্শা থানা সূত্রে জানা যায়, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে নিয়মিত টহলকালে সীমান্তের নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজন লোক আসতে দেখে তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় বিএসএফ তাদেরকে তাঁরকাাঁ পার করে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ফেরত আসা শাহিন শেখ জানান, তারা দুই ভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ আগস্ট সেখানকার পুলিশ তাদেরকে আটক করে। পরে পুলিশ তাদের বিএসএফ’র হাতে তুলে দেয়। এ কদিন বিএসএফ ক্যাম্পে আটকে রেখে আজ ভোরে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে পার করে দেয়। রাস্তা দিয়ে হেঁটে আসার সময় পুলিশ তাদের আটক করে। ভারতীয় ওই নাগরিকের সম্পর্কে জানতে চাইলে শাহিন বলে আমরা তাকে চিনি না। ভারতের মোস্তফাপুর বিএসএফ ক্যাম্পে তার সাথে দেখা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সীমান্তের নারকেল বাড়িয়া গ্রামে পুলিশের একটি দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।