খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ, আটক ২

মোংলা প্রতিনিধি |
১২:৪৪ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


নিষিদ্ধ সময়ে সুন্দরবনে থেকে কাঁকড়া ধরে নিয়ে আসার সময় রূপসার টোল প্লাজা এলাকা থেকে ২৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। এর সাথে জড়িত দুই কাঁকড়া শিকারীকেও আটক করা হয়েছে। শনিবার দুপুরে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি একদল দুর্বৃত্ত সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে কাঁকড়া আহরণ করে তা বাজারে বিক্রির উদ্দেশে নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাত ১ টার দিকে কোস্ট গার্ড স্টেশন খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা থেকে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাককে থামাতে বললে দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে ট্রাকটি আটক করে তল­াশি চালিয়ে সুন্দরবন থেকে আহরিত প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়াসহ ২ কাকড়া শিকারীকে আটক করা হয়। জব্দকৃত অবৈধ কাঁকড়া ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে নদীতে অবমুক্ত করা হয় এবং আটকত ব্যক্তিদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ড হেফাজতে রয়েছে। কোস্ট গার্ড কর্মকর্তা বলেন দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড’র অভিযান অব্যাহত রয়েছে।