খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

শ্রী শ্রী মা মনসা পূজা আজ

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


দু’শত বছরের পুরাতন বাজার কালীবাড়ী মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণভাবে আজ (রোববার) শ্রী শ্রী মনসা দেবী পূজা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পূজা অর্চনা শুরু হবে। পূজায় আর্চনা, হোমযজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
মন্দিরের সেবায়েত ও পুরহিত শিবচন্দ্র ব্যানার্জী, সাংবাদিক তপা হালদার, প্রশান্ত ব্যানার্জী, শুশান্ত ব্যানার্জী, উজ্জ্বল ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, ভোলানাথ ভট্টাচার্য ভক্তবৃন্দকে যথাসময়ে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে কর্মসূচিতে অংশগ্রহণের আহŸান জানিয়েছেন।
অপরদিকে স্যার ইকবাল রোডস্থ সিটি ব্যাংক গলিতে ইলা দাস (সুমন দাসের মাতা)-এর উদ্যোগে ও বাইতিপাড়া মনসা বাড়িতে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী মনসা দেবী পূজার আয়োজন করা হয়েছে।