খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

৩১নং ওয়ার্ডে বিএনপি’র সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

৭১ বিরোধীরা ষড়যন্ত্র করে পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে : তুহিন

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, জনগণের বহু আকাক্সক্ষার নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে। জুলাই গণঅভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা জীবন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে কেউ যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে তাদের রুখে দেবে দেশের জনগণ।
শনিবার বিকালে ৩১নং ওয়ার্ডে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ করার জন্য দেশের মানুষ ১৬ বছর ধরে অপেক্ষা করছে। কিন্তু ৭১ বিরোধীরা ষড়যন্ত্র করে পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে। যদি এই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আল­াহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না। যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অস্থিরতা সৃষ্টি করলে দেশের মানুষ সেটা রুখে দেবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য ১৬টি বছর অপেক্ষা করেছি। এখন যদি কেউ সেই ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে তার জবাব দেশের জনগণই দেবেন। এই দেশে পিআর, ইভিএম কিছুই টিকতে পারে নাই। শেখ হাসিনা ক্ষমতায় যখন ছিলেন, তখন লুট করেছিলেন। প্রতিবেশী দেশকে সবকিছু দিয়ে দিয়েছিলেন। এখন ভালোবেসে তো সেখানেই চলে গেছেন। ভালোবাসায় ওখানেই থাকেন, উস্কানি আর দিয়েন না। আপনার উস্কানি ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। ৩১নং ওয়ার্ডের সভাপতি আফসার উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির টিম প্রধান এ কে এম আবুল কালাম আজাদ।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোল­া ফরিদ আহমেদ, মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল, শাহিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জাসাস, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম তুহিন দলীয় নেতা-কর্মীদের আগামী সাত দিনের মধ্যে ১৫০০০ নতুন ভোটার সংগ্রহ করার নির্দেশ দেন। অন্যথায় ব্যর্থ হলে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হবে বলে জানান তিনি। নির্বাচন কাছে আসায় সকলকে দিনরাত পরিশ্রম করার এবং প্রতিদিন মাগরিবের আগে ও পরে সভা করার কথা বলেন। দলীয় নেতাকর্মীদের স্থানীয় সালিশ-বিচারে না জড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, সালিশ বিচারে হাত দেবেন না। দয়া করে কোন সালিশ বিচার করবেন না কারণ আমরা কোট নই, বিএনপি কোন পুলিশ নয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, মোল­া ফরিদ আহমেদ, আব্দুল আজিজ সুমন, শফিকুল ইসলাম শফি, ইশতিয়াক আহমেদ ইসতি, নাসির উদ্দিন, কাজী আব্দুল জলিল, বাবুল রানা, শহীদ খান, হুমায়ুন কবির চৌধুরী, একেএম সেলিম, কিরণ, মোকলেছ, জাকির হোসেন প্রমুখ।
দৌলতপুর থানা মহিলা দল : শনিবার সন্ধ্যায় দৌলতপুর থানা মহিলা দলের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান মহিলা দলের সভাপতি সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল অলম মনা। বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা দলের আহবায়ক সৈয়দা নারগিস আলী, রেহানা ঈসা, শেখ সাদী, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল, এড. হালিমা খানম, আনজিরা বেগম, শাহনাজ সরোয়ার, নিঘাত সীমা, কওছার জাহান মঞ্জ, শাম্মী চৌধুরী মলি, বীথি বেগম, নাসরিন, ফিরোজা বেগম, সবিনা, হীরা খাতুন, ইসমত জাহান, রাবেয়া বেগম, রিনা পারভীন, সিমি, সোনিয়া, সুখী বেগম, পাপড়ী রায়, আয়শা, রোজী প্রমুখ।