খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২

জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রাপূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে হেলাল

অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলে শান্তি ও সম্প্রীতির বন্ধন তৈরী করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:২৮ এ.এম | ১৭ অগাস্ট ২০২৫


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে ও শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তিন দিনব্যাপি জন্মাষ্টমী উৎসবের ২য় দিনে খুলনার শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গণে বিকেল ৩টায় মঙ্গল শোভাযাত্রাপূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। 
তিনি বলেন আমাদের নেতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অস¤প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে সনাতনীদের সাথে হৃদ্যতা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন। বর্তমানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমান ৫ আগস্টের পট পরিবর্তনের পরও অসা¤প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তোলার জন্য, সনাতনীদের সার্বিক নিরাপত্তার জন্য দলের সকল নেতাকর্মীদের সনাতনীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমাদের নেতা কর্মীরা দক্ষিণাঞ্চলের সনাতনীদের পাশে থেকে তাদের সকল সমস্যা সমাধানের এবং তাদের সকল উৎসব অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আমিও সর্বদা আপনাদের পাশে আছি। বিশেষ করে অবহেলিত রূপসা-তেরখাদা-দিঘলিয়া অঞ্চলের সনাতনীরা যাতে নির্বিঘেœ বসবাস করতে পারে এবং উৎসব অনুষ্ঠানাদি সাড়ম্বরে উৎযাপন করতে পারে সেজন্য আজীবন আপনাদের পাশে থাকতে চাই। এভাবেই অসা¤প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলে শান্তি ও স¤প্রীতির বন্ধন তৈরী করতে হবে। 
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। 
মঙ্গল শোভাযাত্রার সূচনা করেন খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ বিপ্রানন্দজিৎ (ধ্র“ব) মহারাজ। প্রধান বক্তা ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, শীতলাবাড়ী মন্দির কমিটি সভাপতি সুজিত সাহা, ২৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, মহানগর পূজা ফ্রন্টের সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথ, জেলা পূজা ফ্রন্টের সভাপতি ব্রজেন ঢালী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাউর রহমান রুনু, মহানগর পুজা ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল কুমার সাহা, আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সভাপতি সমর কুন্ডু, মতুয়া মহাসংঘের সভাপতি সুখময় বিশ্বাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টোর যুগ্ম আহবায়ক তপন ঘোষ, বাগমারা সার্বজনীন মন্দির কমিরি সভাপতি অসীম বিশ্বাস, ছোট বয়রা পূজাখোলা কালীবাড়ী সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি এড. সমীর ঘোষ, অঞ্জন কুমার দে ও ডাঃ সুজন বিশ্বাস। 
অনুষ্ঠানে স্বাগত বকৃতা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক রতন কুমার মিত্র। ধন্যবাদ জ্ঞাপন করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শিমুল কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অনিমেষ সরকার রিন্টু, সুমন দাস, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সাগর সাহা, প্রবীর রায়, সমীর চক্রবর্তী, গনেশ চন্দ্র মন্ডল, মৃণালকান্তি বিশ্বাস, বিশ্বনাথ সাহা, পলাশ কুমার মন্ডল, দীপঙ্কর কুমার মন্ডল, অমর কুমার দাস, প্রশান্ত কুমার মন্ডল, শক্তিপদ বসু,  কৃষ্ণ গোপাল সেন, সৌমিত্র দত্ত, প্রদীপ বিশ্বাস, শঙ্কর বালা, প্রাণ কৃষ্ণ দাস, দীনেশ দাস, বিপ্লব দাস, বিপ্লব সাহা, বিশ্বজিৎ পাল, অতনু কর বাপ্পা, প্রদীপ কুমার হীরা, অলোক শীল, দীপঙ্কর সাহা বাবু, শেখর রঞ্জন দেবনাথ, এড. পঙ্কজ সাহা, গোপালচন্দ্র সাহা, সুশান্ত অধিকারী, লিটন বিশ্বাস খোকন, তপন চক্রবর্তী, শঙ্কর সাহা, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস, শুভ সরকার, জয়দেব রায়, বাপ্পী রায় প্রমুখ।
এছাড়া খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য সনাতনী ভক্তবৃন্দ ঢোল, ঢাক, বাদ্যযন্ত্র, প্লাকার্ড, প্যানা ও ফেস্টুন নিয়ে মটর শোভাযাত্রাসহ বিভাগীয় শহর খুলনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রা শেষে ভক্তবৃন্দের মাঝে শুভ জন্মাষ্টমীর মহা প্রসাদ বিতরণ করা হয়।