খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

জনপ্রিয় ইউটিউবার এলভিস যাদবের বাড়িতে গুলিবর্ষণ

খবর বিনোদন |
০৩:২৯ পি.এম | ১৭ অগাস্ট ২০২৫


ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও বিগ বস বিজয়ী এলভিশ যাদবের বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। আজ রোববার (১৭ আগস্ট) ভোরে তাঁর বাড়ির বাইরে থেকে তিনজন মুখোশধারী এলোপাথাড়ি গুলি চালায়। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

হামলাকারীরা পালানোর আগে ইউটিউবারের বাসভবনে দুই রাউন্ড গুলি চালায়। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় এলভিশ যাদব তাঁর বাড়িতে ছিলেন না। এই মুহূর্তে তিনি হরিয়ানার বাইরে রয়েছেন।

তিনি আরও বলেছেন, হামলার ঘটনার সময় পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার খবর পাওয়া মাত্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ইতোমধ্যে ফরেনসিক নমুনা সংগ্রহ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।

পুলিশের একটি সূত্রে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, বাড়ির নীচতলা ও দোতলায় গুলি লাগে। এলভিশের এক আত্মীয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হামলার আগে এলভিশ কোনো হুমকি পাননি। বর্তমানে তিনি হরিয়ানার বাইরে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, পরিবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরে এ ঘটনার বিস্তারিত তদন্ত এগিয়ে যাবে।

এর আগে প্রায় একইভাবে কৌতুকশিল্পী কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো এবার এলভিসের বাড়িতে। তাই বলিউড মহলে শঙ্কা, সালমান খানের ঘনিষ্ঠদের টার্গেট করেই হামলা চালানো হচ্ছে।

এদিকে হিন্দি বিনোদন জগতের বিভিন্ন সেলিব্রিটিদের ওপর অতীতে যেসব হামলা হয়েছে, তার দায় স্বীকার করেছে কুখ্যাত ডন লরেন্স বিষ্ণোই চক্র। এবারও গুঞ্জন উঠেছে, সালমান-ঘনিষ্ঠ এলভিসকে নিশানা করতেই এ গুলিবর্ষণ হতে পারে তাদের। পুলিশ জানিয়েছে, তাদের খুঁজে বের করতে চিরুনি অভিযান চলছে।