খুলনা | বৃহস্পতিবার | ২৮ অগাস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২

দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান

খবর প্রতিবেদন |
০১:১২ এ.এম | ১৮ অগাস্ট ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ যেন কোনো ভাবেই চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে, সেই প্রত্যাশা করে বিএনপি। তিনি এ জন্য সবাইকে সোচ্চার থাকার আহŸান জানিয়েছেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, একটি ‘জবাবদিহি রাষ্ট্রব্যবস্থা’ প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি। তিনি বলেন, এই দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সব নাগরিক, এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে, একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবি-সাহিত্যিকদের উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষার মাধ্যমেই মত প্রকাশের স্বাধীনতা ও সমালোচনার অধিকার নিশ্চিত করা সম্ভব।
তারেক রহমান দেশের সা¤প্রতিক গণঅভ্যুত্থানের কথা উলে­খ করে বলেন, যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার দলের দৃঢ় অবস্থান রয়েছে। তিনি কবি-সাহিত্যিকদের সঙ্গে তার আদর্শিক অবস্থান ভিন্ন হতে পারে, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সবার অবস্থান এক ও অভিন্ন বলে উলে­খ করেন।
কবি-সাহিত্যিকদের ভূয়সী প্রশংসা করে তারেক রহমান বলেন, কবিরা সাধারণ মানুষের মনের কথা সুন্দরভাবে তুলে ধরতে পারেন।
শেক্সপিয়র, ওয়ার্ডসওয়ার্থ, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, কবি-সাহিত্যিকরা নিজেদের এমন উচ্চতায় নিয়ে গেছেন যে তাদের পরিচয় দেশ ও জাতির পরিচয়ের সমার্থক হয়ে উঠেছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘প্রথম বাংলাদেশ’ গানটিকে বিএনপি’র দলীয় সঙ্গীত করার পেছনেও গভীর অনুপ্রেরণার কথা তিনি তুলে ধরেন।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্বে ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় এই মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান কবি নুরুল ইসলাম মনি ও অন্যান্য কবি-সাহিত্যিক এবং বিএনপি’র নেতা-কর্মীরা।