খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

দায়িত্ব অবহেলা ক্ষতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় আটক ১, উদ্ধার হয়নি লুণ্ঠিত টাকা

নিজস্ব প্রতিবেদক |
০১:১৪ এ.এম | ১৮ অগাস্ট ২০২৫


বাংলাদেশ কৃষি ব্যাংক পূর্ব রূপসা ঘাট শাখার ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় পুলিশ মোঃ ইউনুজ শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইউনুজ উপজেলার নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে। সে ব্যাংকের ওই ভবনের ৩য় তলায় ভাড়া থাকতো। এছাড়া একই ভবনের নিচতলায় তার একটি ওয়ার্কশপ রয়েছে। তবে এখনো পর্যন্ত লুট হওয়া টাকা উদ্ধার হয়নি। 
পুলিশ জানায়, ওয়ার্কশপ মালিক ইউনুজকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডে আনা হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যাংকের তিনজন নিরাপত্তা প্রহরী এখনো পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে তেমন কোন অভিযোগ না থাকায় যেকোন সময় পরিবারের জিম্মায় তাদের দিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
অপর দিকে ব্যাংকের টাকা লুটের ঘটনায় দায়িত্ব অবহেলা করা হয়েছে কিনা এ বিষয় ক্ষতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনার উপ-মহাব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম। তদন্ত কমিটির তিনজন হলেন বিভাগীয় অফিসের ডিজিএম আসলাম হোসেন, এজিএম মশিউর রহমান ও এজিএম হামিম শেখ। 
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, কৃষি ব্যাংক পূর্ব রূপসা ঘাট শাখার ৬টি তালাসহ ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট হওয়ার ঘটনায় ইউনুজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আরো তথ্য জানা এবং লুট হওয়া টাকা উদ্ধারের জন্য ১৮ আগস্ট ইউনুজকে আদালতে সোপর্দ করে রিমান্ডে চাওয়া হবে। এছাড়া এঘটনায় আরো যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উলে­খ্য, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেমের ভাষ্যমতে তার স্ত্রীর অসুস্থতার কারণে সে ব্যাংকে উপস্থিত ছিলো না। ১৫ আগস্ট রাত ১০টার দিকে সে ব্যাংকে এসে দেখে মেইন গেটের তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখে ক্যাশ কক্ষসহ অন্যান্য কক্ষের তালা ভাঙা। ব্যাংকের মালামাল সব তছনছ করা। সাথে সাথে সে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষসহ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানসহ অন্যান্য অফিসার এবং ব্যাংকের ক্যাশিয়ারসহ অন্যান্য কর্মকর্তারা ব্যাংকে ছুটে আসেন। এ সময় পুলিশের উপস্থিতিতে ব্যাংকের ক্যাশিয়ার ক্যাশ মিলিয়ে দেখেন ব্যাংকের ভল্টে রাখা ১৬ লাখ টাকা নেই। ব্যাংকে লুটপাট চালানোর সময় দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরা রুমাল দিয়ে ঢেকে দেয়। ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা যায় ১৫ আগস্ট ভোর সোয়া ৬টার দিকে একজন দুর্বৃত্ত মাথা ও মুখ কাপড়ে ঢেকে ব্যাংকে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয়। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে ১৬ আগস্ট বিকেলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করেন।