খুলনা | সোমবার | ১৮ অগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু প্রথমদিন ৭ ট্রাকে এসেছে ২০২ মেঃ টন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:২২ এ.এম | ১৮ অগাস্ট ২০২৫


দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার সাতটি ভারতীয় ট্রাকে মোট ২০২ মেট্রিক টন পেঁয়াজ ভোমরা বন্দরে ঢুকেছে। ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। 
ভোমরা সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, রোববার সন্ধ্যা নাগাদ ৭টি গাড়িতে ২০২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্ধরে ঢুকেছে। আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের মালিকানাধীন মেসার্স অয়ন ট্রেডার্স এই পেঁয়াজ আমদানি করে। আমদানিকৃত পেঁয়াজের ছাড়কারক প্রতিষ্ঠান হলো ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট মোশাররফ ট্রেডার্সের স্বত্বাধিকারী জি এম আমীর হামজা। চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছিল। আরো পেঁয়াজের গাড়ি ভোমরা বন্দরে ঢোকার অপেক্ষায় ভারতের ঘেজাডাঙ্গা স্থলবন্দরে অপেক্ষারত আছে বলে জানা গেছে বলে জানান তিনি। 
ভোমরা কাস্টমসের সহকারি কমিশনার মোঃ শওকত হোসেন জানান, রোববার সন্ধ্যা নাগাদ ৭ গাড়িতে ২০২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয় বলে জানান এই রাজস্ব কর্মকর্তা।