খুলনা | মঙ্গলবার | ১৯ অগাস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২

খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০৫:০৮ পি.এম | ১৮ অগাস্ট ২০২৫


নকল ওষুধ বিক্রির দায়ে এডোরাবেলা হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

গ্রাহকের দেওয়া অভিযোগের ভিত্তিতে এবং লাজফার্মার রয়েল মোড় শাখার সহযোগিতায় আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪ টায় পণ্যের যাচাই করে অধিদপ্তরের একটি দল। এ সময় উক্ত ওষুধ সরবারাহকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে হাজির করা হয়। পরে বিদেশী পণের নামে নকল ওষুধ বিক্রি করা প্রমানিত হওয়ায় এডোরাবেলা হেলথ কেয়ার নামের ওই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, নকল ওষুধ তৈরী ও সরবারহ করা মানে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা। তাই এ সব কাজের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে। এদিকে অভিযোগ পাওয়ার পর থেকে এ ওষুধ বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উক্ত ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার তানভীর হাসান পলাশ। তবে এডোরাবেলা হেলথ কেয়ারের বিরুদ্ধে প্রমান মিলেছে নকল ওষুধ বিক্রির।