খুলনা | মঙ্গলবার | ১৯ অগাস্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২

থাইল্যান্ডের দুই চিকিৎসকের সেবা প্রদানে বিএমডিসির নিষেধাজ্ঞা

খবর প্রতিবেদন |
০১:৪৬ এ.এম | ১৯ অগাস্ট ২০২৫


বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন না থাকায় থাইল্যান্ডের দুই চিকিৎসকের বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার বিএমডিসির রেজিস্ট্রার ডাঃ মোঃ লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, থাইল্যান্ডের সামিটিভেজ হাসপাতালের দুই চিকিৎসক, নাত্তিপাত জুথাচারোয়েনং ও ল্যান্টম টনভিচিয়েন বাংলাদেশে কোনো চিকিৎসা কার্যক্রম পরিচালনার অনুমতি পাননি। তাই তাদের সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিক্স সিজন হোটেলকে তাদের বুকিং বাতিল করতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ফ্লাইমেট’ নামক একটি পেজ থেকে ওই দুই চিকিৎসকের ছবি ব্যবহার করে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সেখানে লেখা ছিল, “আপনার শিশুর কি হার্টের সমস্যা? থাইল্যান্ডের সামিটিভেজ হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ আসছেন ঢাকায়! বিদেশি চিকিৎসকের সরাসরি পরামর্শ নিন।” বিএমডিসির নজরে এ বিজ্ঞাপনটি এলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
প্রজ্ঞাপনে আরও উলে­খ করা হয়, বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী, বাংলাদেশে কোনো বিদেশি চিকিৎসক বা চিকিৎসক দলকে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য কাউন্সিল থেকে সাময়িক নিবন্ধন গ্রহণ করা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট দুই চিকিৎসক এই নিবন্ধন না নেওয়ায় তাদের কার্যক্রম আইন অনুযায়ী অবৈধ হিসেবে গণ্য হবে। তাই তাদের দ্বারা চিকিৎসা কার্যক্রম পরিচালনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিএমডিসির রেজিস্ট্রার ডাঃ মোঃ লিয়াকত হোসেন বলেন, “বিএমডিসির অনুমোদন ছাড়াই সেমিনারের নামে চিকিৎসা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমাদের জানা গেছে। যদিও তারা দাবি করেছে, কোনো কনসালটেশন দেওয়া হবে না, কিন্তু অতীতে এ ধরনের মিথ্যা দাবি করে বাংলাদেশে এসে চিকিৎসায় যুক্ত হওয়ার বহু উদাহরণ রয়েছে। এটি আইনসিদ্ধ নয়। তাই অনুষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে ফ্লাইমেট-এর মালিক নিলয় সাইদুর বলেন, “বিদেশি চিকিৎসকদের আনতে বিএমডিসি থেকে নিবন্ধন নিতে হয় এ তথ্য আমাদের জানা ছিল না। আমাদের মতো প্রায় হাজারখানেক প্রতিষ্ঠান বিদেশি চিকিৎসক এনে দেশের রোগীদের সেবা দিয়ে আসছে, তখন বিএমডিসি কিছু বলেনি। তবে আমরা অনুষ্ঠানটি বাতিল করেছি।”