খুলনা | বৃহস্পতিবার | ২১ অগাস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২

১৪নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক

খবর বিজ্ঞপ্তি |
১২:২৫ এ.এম | ২১ অগাস্ট ২০২৫


খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে নগরীর ১৪নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে মহানগর মহিলাদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ও খালিশপুর থানা মহিলা দলের যুগ্ম-আহবায়িকাবৃন্দের আয়োজনে ১৪নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
খালিশপুর থানা মহিলা দলের যুগ্ম-আহবায়িকা মিসেস মনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর মহিলা দলের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক সৈয়দা রেহেনা ইশা, মহানগর মহিলা দলের যুগ্ম-আহবায়ক এড. হালিমা আক্তার খানম।  
এছাড়াও উপস্থিত ছিলেন খালিশপুর থানা মহিলা দলের যুগ্ম-আহবায়িকা আনজিরা খাতুন, নিঘাত সীমা, পাপিয়া রহমান পারুল, খালিশপুর থানা মহিলা দলের সাবেক সদস্য সচিব লুবনা আক্তার বিউটি, খুলনা মহানগর মহিলা দলের সাবেক সহ-শিক্ষা বিষয়ক সম্পাদিকা কাজলী বেগম, ১৪নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভাপতি ও ওয়ার্ড বিএনপি সদস্য নিলুফা ইয়াসমিন জলি, সৈয়দা নওরিন আক্তার লুনা,ফিরোজা বেগম প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।