খুলনা | বৃহস্পতিবার | ২১ অগাস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২

রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

পারভেজ মলি­কের পক্ষে প্রচারণায় সরব বিএনপি’র নেতা-কর্মীরা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৫ এ.এম | ২১ অগাস্ট ২০২৫


খুলনার-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক পারভেজ মলি­কের পক্ষে জনসংযোগ করেছে স্থানীয় নেতা-কর্মীরা। মঙ্গলবার তেরখাদা উপজেলার একাধি এলাকায় পারভেজ মলি­ক এর পক্ষ থেকে বিএনপি’র ৩১ দফা সম্বলিত লিফলেট জনগণের কাছে পৌঁছে দেন তারা।
এদিন উপজেলার সাগলাদহ ইউনিয়নের মন্ডলগাতি মসিনদিয়া বাজার, কদলা বাজার, বসুন্দরী তলা বাজার, আজগড়া ইউনিয়নের আনন্দনগর মজির ভেড়ি আজগাড়া হিন্দু স¤প্রদায়ের এলাকা, আমতলা বাজার, কালিনগর বাজার, শ্রীপুর, বলরামপুর, মথুরাপুর, কুলার খাল এলাকায় প্রচারণা চালানো হয়।
জনসংযোগ চলাকালীন নেতা-কর্মীরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আর খুলনা-৪ আসনের গনতন্ত্র ফেরাবে জননেতা পারভেজ মলি­ক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খুলনা-৪ আসন উপহার দিতে আমরা মাঠে নেমেছি। এ আসনে বিএনপিকে কলঙ্কিত করার যে কোন অপচেষ্টা প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বিল­াল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, উপজেলা বিএনপি’র সাবেক ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শেখ লালিম, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ তফসির ফকির, দেলোয়ার হোসেন, আরিফ শেখ, বাহার মোল­া, আজিজ, সজীব, জুয়েল, এনামুল, বনি আমিন, বাবু চৌধুরী, সোহেল প্রমুখ।
রাজনৈতিক কার্যালয় উদ্বোধন: রূপসা উপজেলায় উদ্বোধন করা হয়েছে খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মলি­কের রাজনৈতিক কার্যালয়। অন্যদিকে মঙ্গলবার বিকেলে তেরখাদা থানা সদরে এই অফিসের উদ্বোধন করেন স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা।  
অফিস উদ্বোধনের সময় নেতা-কর্মীরা বলেন, ফ্যাসিস হাসিনা বিদায় নিলেও আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি। বিএনপি’র লক্ষ্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। যতদিন তা বাস্তবায়ন না হবে এবং নির্বাচিত সরকার না আসবে ততদিন আমাদের গনতান্ত্রিক কার্যক্রম চলমান থাকবে।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো, দেশনায়ক তারেক রহমান, পারভেজ মলি­কসহ তাদের পরিবার-পরিজনদের জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী। 
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শহিদুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপি’র সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক লালিম শেখ, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার  সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরদার জিয়াউর রহমান, থানা বিএনপি নেতা গোলজার আলম, তফসির ফকির, শরিফুল ইসলাম, আরিফ শেখ, শরিফুল ইসলাম, বাহার মোল­া, এমদাদুল হক টনি, শেখ এনামুল হক, জুয়েল রানা, তুষার মলি­ক, মশিয়ার, বনি আমিন, বাবু চৌধুরী, শফিক বিশ্বাস, সাগর প্রমুখ।