খুলনা | বৃহস্পতিবার | ২১ অগাস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২

যশোরে বাকপ্রতিবন্ধী যুবকের পানিতে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৪ এ.এম | ২১ অগাস্ট ২০২৫


যশোরের কেশবপুরে বাকপ্রতিবন্ধী এক যুবক পানিতে ডুবে মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মতিন মোড়লের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোঃ মোস্তাফিজুর রহমান (২৭)। তিনি মৃত কওছার দালালের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বাকপ্রতিবন্ধী হওয়ায় বিভিন্ন সময় তিনি বাড়ি থেকে চলে যেতেন। এজন্য পরিবারের লোকজন প্রায়ই তাকে বাড়িতে বেঁধে রাখতেন। বুধবার সকালে অগোচরে বাঁধন খুলে পুকুরে গেলে ডুবে মারা যান।
স্থানীয় শাহিনুর প্রথমে তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে মরদেহ উদ্ধার করেন। 
এ বিষয়ে কেশবপুর থানার এসআই সায়মুন হোসেন জানান, মৃত্যুর সুরতহাল প্রস্তুত করে মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।