খুলনা | বৃহস্পতিবার | ২১ অগাস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরায় ভোক্তা-অধিকারের অভিযান

ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৬ এ.এম | ২১ অগাস্ট ২০২৫

 
সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ভেজাল দুধ উৎপাদনে অভিযোগে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার বিকেলে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া বাজারের ঘোষপাড়ায় বিশ্বজিৎ ঘোষ ডেইরিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৬০ লিটার নকল দুধ জব্দ করে ধ্বংস করা হয়। 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরার কর্মকর্তারা আশাশুনির কুল্যা ইউনিয়নের কচুয়া বাজারের ঘোষপাড়া এলাকায় বিশ্বজিৎ ঘোষ ডেইরি ফার্মে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ১৬০ লিটার ভেজাল দুধ জব্দ করেন কর্মকর্তারা। ওই ডেইরিতে দুধের সঙ্গে সয়াবিন তেল, জেলি, পানি ও গøুকোজ মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হচ্ছিল। পরীক্ষা-নিরীক্ষায় বিষয়টি প্রমাণিত হলে দায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিশ্বজিৎ ঘোষ ডেইরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর। এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত উপস্থিত ছিলেন। পরে কচুয়া বাজার এলাকায় ভোক্তা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ভেজাল দুধ বা খাদ্য বিক্রি কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।