খুলনা | বৃহস্পতিবার | ২১ অগাস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২

পাটকেলঘাটায় র‌্যাবের অভিযান : প্রাইভেটকার থেকে ৫৪৯ বোতল ফেন্সিডিলসহ আটক ১

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৩৬ এ.এম | ২১ অগাস্ট ২০২৫


পাটকেলঘাটায় র‌্যাব-৬ অভিযান চালিয়ে ৫৪৯ বোতল ফেন্সিডিল ও মেহেদী হাসান (৩৫) নামের এক চালককে প্রাইভেট কারসহ আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা দেবহাটা থানার চিলের ডাঙ্গা গ্রামের মৃত বাবুর আলী সরদারের ছেলে মেহেদী হাসান লাল রঙের একটি প্রাইভেট কারে (নাম্বার ঢাকা মেট্রো গ-২৪-১৪২৬) ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল খুলনার উদ্দেশ্যে। খুলনা-৬ র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভার ব্রিজের কপোতাক্ষ হোটের সামনে থেকে প্রাইভেট কারটি আটক করে। পরে তল­াশী চালিয়ে ভিতর থেকে ৫৪৯ বোতল ফেন্সিডিল জব্দ করে। এ সময় মেহেদী হাসান নামের একজনকে আটক করা হয়। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে।