খুলনা | বৃহস্পতিবার | ২১ অগাস্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি সাইফুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৭ এ.এম | ২১ অগাস্ট ২০২৫


২০২৪ সালের ৫ আগস্টে সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১টি মামলার আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার দুপুরে সদর থানার চালতেতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেল পলাতক সাইফুল ইসলাম (২৬) শহরের গড়েরকান্দা এলাকার আব্দুল জলিলের ছেলে। তার হাজতী নং-২৬৭৪/২৪।
র‌্যাব-৬ সাতক্ষীরার ক্যাম্প ইনচার্জ রেজাউল হক জানান সাইফুল ইসলাম অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ সর্বমোট ১১টি মামলায় অভিযুক্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারের অন্তরীণ ছিল। গত ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে ছাত্র জনতার সফল অভ্যুথানের সময় সাতক্ষীরা জেলা কারাগারে জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে পালিয়ে যায় সে এবং অন্যান্য আসামিদেরকে পালাতে সহায়তা করে। উক্ত আসামিগণ সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাঙচুর করে ও আগুন জালিয়ে দিয়ে জেলা কারাগারের সকল নথিপত্রসহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করে। এই সংক্রান্তে সাতক্ষীরা জেলা সদর থানায় একটি নাশকতা মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।