খুলনা | রবিবার | ২৪ অগাস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২

মাগুরায় বিদেশি পিস্তলসহ জামায়াত কর্মী গ্রেফতার

মাগুরা প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ২৪ অগাস্ট ২০২৫


মাগুরায় বিদেশি পিস্তলসহ বায়েজিদ বোস্তামী (২৪) নামে জামায়াত ইসলামীর এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাঝপাড়া গ্রামের নওশের বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে যৌথবাহিনীর পক্ষ থেকে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা একটি মরিচাপড়া বিদেশি পিস্তল এবং ম্যাগজিনসহ বায়েজিদকে আটক করা হয়। বিকালে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের বলেন, বায়েজিদ বোস্তামী আগে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিল। কিছুদিন আগে আমাদের দলে যোগ দিয়েছে। সামাজিক বিরোধের জের ধরে এলাকার প্রতিপক্ষরা শত্র“তামূলক ভাবে তাকে ধরিয়ে দিয়েছে।
বিদেশি অস্ত্রসহ গ্রেফতার বায়েজিদ বর্তমানে জামায়াতের রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নিলেও এর আগে সে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের আগে স্থানীয় আ’লীগের রাজনীতির সাথেও তার সংশ্লিষ্টতা ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।
মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, সব দলের সাথেই বায়েজিদের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ৫ আগস্টের আগে সে আ’লীগে ছিল। পরে বিএনপি এবং এখন জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করছে বলে আমাদের কাছে খবর রয়েছে।