খুলনা | রবিবার | ২৪ অগাস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২

ট্রাম্প প্রশাসনের কোপ, এবার চাকুরি গেল পেন্টাগনের গোয়েন্দা প্রধানের

খবর প্রতিবেদন |
০১:৪৫ এ.এম | ২৪ অগাস্ট ২০২৫


মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান এবং আরও দুই ঊর্ধ্বতন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন। শুক্রবার তিন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর দেন।
ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পর থেকে তার প্রশাসন সামরিক বাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থায় ‘অপছন্দের’ কর্মকর্তাদের একের পর এক বরখাস্ত করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় এবার পেন্টাগনের গোয়েন্দাপ্রধানসহ এ তিন কর্মকর্তাও চাকরি হারালেন।
তবে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়া লেফটেনেন্ট জেনারেল জেফরি ক্রুজকে কী কারণ দেখিয়ে বরখাস্ত করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
তার পাশাপাশি হেগসেথ মার্কিন নৌ রিজার্ভের প্রধান এবং নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের কমান্ডারকেও পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, নাম না প্রকাশ করার শর্তে এমনটাই বলেছেন এক মার্কিন কর্মকর্তা।
চাকরিচ্যুত তিন কর্মকর্তা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, কী কারণে তাদেরকে অপসারণ করা হয়েছে তা অজানা তাদের।
গোয়েন্দা তথ্যকে দেশ সুরক্ষার উপকরণ হিসেবে না দেখে আনুগত্য যাচাইয়ের পরীক্ষা হিসেবে ব্যবহারে ট্রাম্প প্রশাসনের বিপজ্জনক অভ্যাসের নজির আরও স্পষ্ট হচ্ছে, আরও একজন ঊর্ধ্বতন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্তের মাধ্যমে, ক্রুজের চাকুরিচ্যুতির খবর পেয়ে বলেন গোয়েন্দা তথ্য বিষয়ক সেনেট সিলেক্ট কমিটির ভাইস চেয়ার মার্ক ওয়ার্নার। ঊর্ধ্বতন তিন মার্কিন সামরিক কর্মকর্তাকে বরখাস্তের খবর প্রথম জানায় ওয়াশিংটন পোস্ট।
ট্রাম্পের সঙ্গে দৃষ্টিভঙ্গি না মেলার কারণে বর্তমান প্রশাসন সামরিক, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী বাহিনীর সাবেক-বর্তমান অনেক কর্মকর্তাকে নানা ভাবে সাজা দিয়েছে, ক্রুজসহ তিন কর্মকর্তাকে অপসারণ তার সর্বশেষ নজির হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে এপ্রিলে ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক জেনারেল টিমোথি হগসহ হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের ডজনের বেশি কর্মীকে পদচ্যুত করেছিলেন।
তার প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ তো দায়িত্ব পাওয়ার পরপরই পেন্টাগনের উর্দিধারী কর্মকর্তাদের চাকরিতে কোপ বসাতে শুরু করেন। ফেব্র“য়ারিতে তিনি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমান বাহিনীর জেনারেল সি কিউ ব্রাউন এবং আরও ৫ এ্যাডমিরাল ও জেনারেলকে বরখাস্ত করেন।
এদিকে সোমবার মার্কিন বিমান বাহিনীর প্রধান এক ঘোষণায় বলেছেন, মেয়াদের অর্ধেক পেরিয়েই অবসর নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা নিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) একটি মূল্যায়ন গণমাধ্যমের কাছে চলে গিয়েছিল; ওই মূল্যায়নে ডিআইএ ধারণা দিয়েছিল-যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি বড়জোর কয়েক মাস পিছিয়েছে।
অথচ ওই একই সময়ে ট্রাম্প বলছিলেন, মার্কিন হামলা ইরানি স্থাপনাগুলো ‘গুঁড়িয়ে দিয়েছে’।
ডিআইএ-র মূল্যায়নটি ফাঁস হওয়ার বেশ চটেছিলেন ট্রাম্প। ওই মূল্যায়নের ওপর ভিত্তি করে যারা খবর ছেপেছিল তাদেরকে ‘আবর্জনা’, ‘ফেক নিউজ’ বলে গালাগালও দিয়েছিলেন তিনি।
ওই মূল্যায়ন ফাঁস হওয়ার সঙ্গে ক্রুজের চাকুরিচ্যুতির কোনো সম্ভাবনা আছে কিনা, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।