খুলনা | রবিবার | ২৪ অগাস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২

নড়াইল কারাগারে হত্যা মামলার আসামি ইউপি সদস্যের মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
০২:১৫ এ.এম | ২৪ অগাস্ট ২০২৫


নড়াইল কারাগারে এক হত্যা মামলার আসামি ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।  হুমায়ুন শেখ (৪২) নামে ওই হাজতিকে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে এবং তিনি বাবরা হাচলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ছিলেন। নড়াইল জেলা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
জানা গেছে, নড়াইল কারাগারে থাকা হুমায়ূন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ মোল­া হত্যা মামলার ৮নং এজাহারভুক্ত আসামি। গত ১১ এপ্রিল এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে ফরিদ মোল­াকে হত্যা করা হয়। এই ঘটনায় ফরিদ মোল­ার স্ত্রী মামলা দায়ের করেন। হুমায়ূন শেখ এই  মামলায় গত ২৯ জুন আদালতে হাজিরা দিলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। হাজতি হুমায়ূন শেখ গত ৪-৫ দিন যাবত জ্বরে ভুগছিলেন। শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
হুমায়ুন শেখের ছোট ভাই সাব্বির শেখ অভিযোগ করেন আমার ভাইয়ের আগে থেকে হার্টের সমস্যা ছিল। গত মঙ্গলবার (১৯ আগস্ট) আমরা ভাইয়ের সাথে কারাগারে দেখা করি। তখন তার গায়ে জ্বর ছিল, তিনি জানান কারাগারে ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন না। 
এই বিষয়ে  নড়াইল কারাগারের জেলার মোঃ আমিরুল ইসলাম বলেন, গত ৪/৫ দিন যাবত ওই ব্যক্তির জ্বর ছিল, কারাগার থেকে সব ধরনের  চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। শুক্রবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে নড়াইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
কারাগারের জেল সুপার (চলতি দায়িত্ব) মোঃ সোহানুর রহমান সেতু বলেন মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহের ময়না তদন্ত করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ থাকলে সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। কারো দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।