খুলনা | সোমবার | ২৫ অগাস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২

অভয়নগরে নাশকতা মামলায় আ’লীগের ১৫ নেতা-কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩২ এ.এম | ২৫ অগাস্ট ২০২৫


যশোরের অভয়নগরের একটি নাশকতা মামলায় আ’লীগের ১৫ জন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। তাদের মধ্যে ১৪ জন আদালতে আত্মসমর্পণ করেছেন এবং অপর একজনকে অভয়নগর থানা পুলিশ আটক করে আদালতে সোপর্দ করেছে। পরে বিচারক ১৫ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।
আত্মসমর্পণকারীরা হলেন অভয়নগরের জিয়াভাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম, মাগুরার রুহুল আমিন, একই গ্রামের বাচ্চু বিশ্বাস, বনগ্রামের মুরাদ, একই গ্রামের আফজাল হোসেন, জিয়াভাঙ্গার ফিরোজ উদ্দিন, আমভাঙ্গার রাশেদ, ধোপাদীর নাহিদ হাসান, চলিশিয়া গ্রামের শাকিল, ধোপাধীর জহির, মাগুরার ইকবাল হোসেন, জিয়াভাঙ্গার জাহাঙ্গীর বিশ্বাস, ধোপাধীর আশিক এবং একই গ্রামের ইকবাল। এছাড়া পুলিশ একই মামলার বনগ্রাম স্কুলপাড়ার রাজিব হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করে।  
মামলার সূত্রে জানা যায়, প্রেমবাগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী আহম্মেদ গত ১৬ আগস্ট অভয়নগর থানায় ৩০ জনের বিরুদ্ধে নাশকতা ও সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করেন। মামলায় উলে­খ করা হয়, ১৫ আগস্ট রাতে আসামিরা ধোপাদী দক্ষিপাড়ায় নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই ১৫ জন। রোববার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।