খুলনা | সোমবার | ২৫ অগাস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২

পাইকগাছায় দানবীর ফসিয়ার রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

পাইকগাছা প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ২৫ অগাস্ট ২০২৫


পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম ফসিয়ার রহমান এর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও অবসরপ্রাপ্ত সচিব তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, ফসিয়ার রহমানের ছেলে ইসতিয়ার রহমান শুভ। প্রভাষক গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে ফসিয়ার রহমানের জীবনের উপর বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, গাজী নুর মোহাম্মদ, শফিকুল ইসলাম, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, এনসিপির উপজেলা যুগ্ম-আহবায়ক জি এম মেজবাহ, সাবেক শিবির নেতা আব্দুল­াহ আল মামুন, অভিভাবক সদস্য গাজী সোহেল রাশেদ জনি, শিক্ষার্থী তামান্না তানি ও প্রার্থনা মন্ডল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দিন।