খুলনা | সোমবার | ২৫ অগাস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২

মহসেন জুট মিল কর্তৃপক্ষের মামলা

শ্রমিক ফেডারেশনের ১১ জনকে অব্যাহতি দিয়েছে আদালত

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৫০ এ.এম | ২৫ অগাস্ট ২০২৫


নগরীর শিরোমনির শিল্পাঞ্চলের মহসেন জুট মিলের শ্রমিকদের বকেয়া মজুরিসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবির আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ১১ জন শ্রমিক নেতার বিরুদ্ধে মিলের মালামাল লুটের মামলা দেওয়া হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্তে এমনটাই উঠে এসেছে। 
পিবিআই সরেজমিন পরিদর্শন করে বাদীর মানীত ৬ জন সাক্ষী এবং দুইজন নিরপেক্ষ সাক্ষীসহ মোট ৮ জন সাক্ষীর ভিত্তিতে পিবিআই’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ইকরাম হোসেন এ তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করেছেন। মহসেন জুট মিলের নির্বাহী পরিচালক তাওহীদ উল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খুলনা মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের ১১ জনের নাম উলে­খ করে অজ্ঞাত পরিচয় আরও ২৫০/৩০০ জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি ছিলেন সাইফুল­াহ তারেক। আদালত মামলাটি রুজু হওয়ার পর আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। 
তিনি মামলা অভিযোগের বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসন্ধান করে পিবিআই জানায় মিল কর্তৃপক্ষের আনীত অভিযোগের কোন সত্যতা নেই। আদালতে প্রেরিত তদন্ত প্রতিবেদনে উলে­খ করা হয় মহসেন জুট মিলের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের বেতন ভাতা সঠিকমত দিতে পাচ্ছিলেন না। যার ফলে বেতন ভাতা বাবদ ২০ কোটি টাকা বকেয়া পড়িয়া যায় এবং মিলটি ২০১৩ সালের জুন মাসে মিলটি বন্ধ হয়ে যায়। 
তদন্ত প্রতিবেদনে আরো বলা হয় অত্র মামলার বিবাদীগণের হয়রানি করার জন্য বাদী বিবাদীগণের বিরুদ্ধে অত্র মামলা দায়ের করিয়াছে বলিয়া প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।