খুলনা | বৃহস্পতিবার | ২৮ অগাস্ট ২০২৫ | ১২ ভাদ্র ১৪৩২

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন প্রকৌশল শিক্ষার্থীরা

খবর প্রতিবেদন |
১১:২৯ পি.এম | ২৭ অগাস্ট ২০২৫


নতুন কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার’ ঘোষণা করে শাহবাগ ছেড়েছেন প্রকৌশলের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে এ ঘোষণা দেন তারা। পরে একে একে সড়ক ছেড়ে যান শিক্ষার্থীরা। এরপরই শাহবাগ মোড়ে যান চলাচল শুরু হয়েছে।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের উপর যে হামলা চালানো সেটি কোনোভাবে মানা যায় না। আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত চাই এবং জড়িত পুলিশ সদস্যদের বিচার চাই। আমাদের দাবি মেনে নিতে হবে।’

তারা বলেন, ‘আগামীকাল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব বাংলাদেশে (আইইবি) বিকেল পাঁচটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার’ পালিত হবে। আগামীকাল কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় খোলা থাকবে না। সেইসঙ্গে প্রকৌশলের শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।’

এর আগে সকাল ১১টার দিকে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

পরে দুপুর পৌনে ২টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।

তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে বসতে চেয়েছিলাম। কিন্তু যাওয়ার পথেই পুলিশ টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। লাঠিচার্জ করে আমাদের ভাইদের আহত করেছে।

এদিকে শিক্ষার্থীদের পাথর ও ইট নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (রুয়েট), সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।