খুলনা | শুক্রবার | ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ২১ ভাদ্র ১৪৩২

ডুমুরিয়ার কাঁঠালতলা স্কুলে আন্তঃশ্রেণি ফুটবলে ৯ম শ্রেণি একাদশ চ্যাম্পিয়ন

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ২৮ অগাস্ট ২০২৫


ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ৮ম শ্রেণি একাদশকে ৬-০ গোলে পরাজিত করে ৯ম শ্রেণি একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। খেলায় রানার আপ হয় ৮ম শ্রেণি একাদশ । ৯ম শ্রেণি একাদশের পক্ষে ১০ নম্বর জার্সি পরিহিত জামাল উদ্দিন একাই ৩ গোল করে ম্যান-অফদ্যা ম্যাচ নির্বাচিত হয়।
বুধবার বিদ্যালয় চত্বরে খেলা শেষে এক আলোচনা সভা ও বিজয়ী দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান শিক্ষক এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ আবু সাহামা, শেখ মফিজুর রহমান, সহকারি প্রধান শিক্ষক সুমা বিশ্বাস, তুষার দাশ, জাকির হোসেন, সমাজসেবক নুর মোহাম্মাদ মোড়ল, শেখ সোহবাব হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হক, গাজী ইভান, আতাউর রহমান, শেখ জাকির হোসেন, সাকিব হাসান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন শিক্ষক শেখ আব্দুল গফুর, বিশ্বজিৎ দত্ত ও জি এম নাজির উদ্দিন।