খুলনা | বৃহস্পতিবার | ২৮ অগাস্ট ২০২৫ | ১৩ ভাদ্র ১৪৩২

শুল্কের পর এবার ভিসা ও গ্রিন কার্ডে কড়াকড়ি, চাপে ভারত

খবর প্রতিবেদন |
০১:৫৪ এ.এম | ২৮ অগাস্ট ২০২৫


মার্কিন যুক্তরাষ্ট্রের সা¤প্রতিক সিদ্ধান্তে অভিবাসন নীতিতে কড়াকড়ির ইঙ্গিত মিলেছে, যা ভারতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর এবার এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার কথা জানানো হয়েছে।
মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, বর্তমান এইচ-১বি ভিসা ব্যবস্থা প্রতারণামূলক এবং এটি স্থানীয় নাগরিকদের চাকুরি কেড়ে নিচ্ছে। তিনি জানান, লটারিভিত্তিক ভিসা পদ্ধতির বদলে উচ্চ বেতনপ্রাপ্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ফলে মধ্যম আয়ের আইটি পেশায় নিয়োজিত বিপুল সংখ্যক ভারতীয় কর্মী ক্ষতির মুখে পড়তে পারেন।
উল্লেখ্য, ২০২৩ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি ভিসার ৭২ শতাংশই ভারতীয়দের নামে ইস্যু করা হয়েছিল, যেখানে চীনের অংশ মাত্র ১১.৭ শতাংশ।
গ্রিন কার্ড ব্যবস্থার ক্ষেত্রেও লুটনিক সমালোচনা করে জানান, মার্কিন নাগরিকদের গড় আয় ৭৫ হাজার ডলার হলেও, গ্রিন কার্ডপ্রাপ্তদের আয় মাত্র ৬৬ হাজার ডলার। তার দাবি, “ভুল মানুষদের” গ্রিন কার্ড দেওয়া হচ্ছে।
এ অবস্থায় ট্রাম্প প্রশাসন নতুন একটি “গোল্ড কার্ড” প্রকল্প চালুর পরিকল্পনা করছে, যেখানে অন্তত ৫০ লাখ ডলার বিনিয়োগকারীদেরই কেবল স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে। এতে প্রায় ১.২৫ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত সংস্কার কার্যকর হলে দক্ষতার চেয়ে মূলধনকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এতে যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় প্রযুক্তি পেশাজীবীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।
যদিও ট্রাম্প আগেও বলেছিলেন, “আমাদের সেরা মানুষগুলোকে আনতেই হবে,” কিন্তু বাস্তবতা হচ্ছে, প্রস্তাবিত পরিবর্তন ভারতীয় দক্ষ জনশক্তির ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে। এতে ভারতের শ্রমবাজার ও অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।