খুলনা | শুক্রবার | ২৯ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ থেকে ৪০০ গাড়িচালক নেবে আরব আমিরাত, দিতে হবে পরীক্ষা

খবর প্রতিবেদন |
০৪:০৬ পি.এম | ২৮ অগাস্ট ২০২৫


বাংলাদেশ থেকে ৪০০ গাড়িচালক নেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন ‘দুবাই ট্যাক্সি করপোরেশন’। এটি দেশটির সরকারি মালিকানাধীন একটি সংস্থা।

এ উপলক্ষে রাজধানীর কল্যাণপুরের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) তিন দিনের বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক মো. আবদুল গাফফার স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়।

পত্রে আরও বলা হয়, রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) সংযুক্ত আবর আমিরাতের ‘দুবাই ট্যাক্সি করপোরেশন’-এর অধীনে ৪০০ পুরুষ চালক নিয়োগের চাহিদাপত্র ও ক্ষমতাপত্র পেয়েছে।

এ উপলক্ষে বিকেটিটিসিতে জব ফেয়ার আয়োজন করে বাছাইয়ের মাধ্যমে চালক নির্বাচন করা হবে। আগামী ৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।