খুলনা | শুক্রবার | ২৯ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

ডুমুরিয়ার ১৩নং গুটুদিয়া ইউপি চেয়ারম্যানকে স্বপদে বহাল রাখার দাবিতে সড়কে বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৮ এ.এম | ২৯ অগাস্ট ২০২৫


ডুমুরিয়ার ১৩নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিনকে চেয়ারম্যান স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে ইউনিয়নবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাইপাস সড়কের মোস্তর মোড়ে ইউনিয়নবাসীর উদ্যোগে দু’ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
কর্মসূচি চলাকালে এলাকাবাসী জানায়, ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হন তুহিনুল ইসলাম। ষড়যন্ত্র করে সম্প্রতি একটি মামলায় তাকে আসামি করা হয়েছে। তুহিনুল ইসলাম সে মামলা থেকে জামিন নিয়ে পরিষদে গেলে একটি কুচক্রি মহলের যোগসাজসে তার চেয়ারম্যান পদ স্থগিত করা হয়। চেয়ারম্যান না থাকায় ইউনিয়নের বাসিন্দারা পড়েছে চরম বিড়ম্বনায়। কাক্সিক্ষত সেবা থেকেও বঞ্চিত হচ্ছে ইউনিয়নের মানুষ। তাকে চেয়ারম্যান হিসেবে স্বপদে বহাল রাখাতে পরিষদের ১২ জন ইউপি সদস্যের মধ্যে ৮ জন খুলনা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত দরখাস্ত দিয়েছেন। কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন জওয়াব না দেয়ায় যার কারনে সড়কে আন্দোলনে নামে সেবা বঞ্চিত ইউনিয়নবাসী। এ সময় তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ মোঃ মিলন খান, মোঃ জহির খান, নুর ইসলাম সরদার, পবিত্র গোলদার, পাখি বেগম, বাসুদেব মন্ডল, নিহার মন্ডল, রিক্তা বেগম, বাবু শেখসহ আরো অনেকে বক্তৃতা করেন। 
ইউনিয়নবাসীর সার্বিক সেবা নিশ্চিত করতে স্থগিত আদেশ চেয়ারম্যান তুহিনকে স্বপদে বহাল না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেয়া হয়।