খুলনা | শুক্রবার | ২৯ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

শিশু নির্যাতনের হার আশঙ্কাজনক হারে বেড়েছে

৬ মাসে নির্যাতনে নিহত ১৯৩৩ শিশু

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ২৯ অগাস্ট ২০২৫


বাংলাদেশে শিশু নির্যাতনের হার আশঙ্কাজনকহারে বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের পাঁচটি জাতীয় দৈনিক পত্রিকার (ইত্তেফাক, প্রথম আলো, নয়া দিগন্ত, ডেইলি স্টার ও বিজনেস স্ট্যান্ডার্ড) তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এই সময়ে নির্যাতনে নিহত হয়েছে ১ হাজার ৯৩৩ শিশু। ধর্ষণের শিকার হয়েছে ২ হাজার ৭৪৪ জন এবং নির্যাতনের শিকার হয়েছে ২ হাজার ১৫৯ শিশু। এসব ঘটনার অধিকাংশই ঘটেছে মেয়ে শিশুদের ওপর। 
বর্তমানে প্রায় ১ লাখ ৫১ হাজার শিশু নির্যাতন সংক্রান্ত মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যা ভুক্তভোগী পরিবারগুলোর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি তুলে ধরতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন ড. হামিদুল হক।
তিনি জানান, শিশু নির্যাতনের ঘটনা পরিবার ও সমাজ-উভয় পরিসরে ঘটছে। বিশেষ করে জেলা শহরগুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি ও স্কুলভিত্তিক কার্যক্রম জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও শিশু আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন ফোরামের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল আলম, যুগ্ম-সম্পাদক নাসের ইকবাল জাদু, নির্বাহী সদস্য ড. আফরোজা পারভীন ও পরিচালক খন্দকার রিয়াজ হোসেন।
বক্তারা শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ এবং জাতিসংঘের শিশু অধিকার সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। সেই সঙ্গে একটি শিশুবান্ধব সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহŸান জানানো হয়।