খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

নিষিদ্ধ ছাত্রলীগ ও আ’লীগের নেতা-কর্মীদের নিয়ে সভা

কয়রায় সিপিপির উপ-পরিচালক অবরুদ্ধ, লিখিত মুচলেকায় মুক্ত

নিজস্ব প্রতিবেদক |
০১:২৯ এ.এম | ৩০ অগাস্ট ২০২৫


খুলনার কয়রায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপির) উপ-পরিচালক জনতার হাতে অবরুদ্ধ। অবশেষে মুচলেকা দিয়ে মুক্তি পেলেন। সিপিপির আড়ালে আ’লীগকে পুনর্বাসনের অভিযোগে উপ-পরিচালকে অবরুদ্ধ করে স্থানীয় জনগণ। 
জানা গেছে, সিপিপির খুলনার উপ-পরিচালক গোলাম কিবরিয়া উপজেলা প্রশাসনসহ কাউকে না জানিয়ে শুক্রবার সকাল ১০টায় সুন্দরবন বালিকা বিদ্যালয়ে কয়রা ইউনিয়নের সিপিপির সভার আয়োজন করেন। 
আ’লীগের আমলে করা ওই কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আ’লীগের নেতা-কর্মীরা থাকায় স্থানীয় জনগণ বিষয়টি জানতে পেরে উপ-পরিচালককে সভা চলাকালে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে যেয়ে অবরুদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকদের উপস্থিতে বিষয়টি নিয়ে আলোচনা হলে সেখানে তিনি তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পান। 
সিপিপির নতুন করে কমিটি পুনর্গঠন না করা পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়। তিনি কোন সভা না করে ৩টা সভা দেখিয়ে ৩ লাখ টাকা তুলে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, ২০০৮ সালে আওয়ামী সরকারের আমলে একতরফাভাবে কয়রায় সিপিপির কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন কমিটি পুনঃগঠন না করে স¤প্রতি ওই কমিটির অনুকুলে সেফটি সামগ্রী বিতরণ করায় কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ অবস্থায় কাউকে না জানিয়ে অনেকটা চুপিসারে উপ-পরিচালক খামখেয়ালীপনা ভাবে ছুটির দিনে অতিগোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’লীগের নেতা কর্মীদের নিয়ে সভা করা অবস্থায় জনগণ তাকে অবরুদ্ধ করে। 
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল­াহ আল বাকী জানান, প্রশাসনকে না জানিয়ে ছুটির দিনে তিনি ইচ্ছা মাফিক সভা করায় স্থানীয় জনগণ অবরুদ্ধ কর রাখে। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করেছে। 
এ ব্যাপারে সিপিপির খুলনার উপ-পরিচালক গোলাম কিবরিয়া তিনি তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং কোন সভা না করে টাকা উত্তোলন করে আত্মসাতের বিষয়ে তিনি বলেন, ভুলতো মানুষে করে, তবে ইচ্ছাকৃত ভুল নয়।