খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

বাগেরহাটে সাড়ে সাত কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৫:৪৪ পি.এম | ০৫ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাটে সাড়ে সাত কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) গভীর রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মানিক হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার (১৯) ও বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের কিসমত খানের ছেলে মো: মিরাজ খান (৩০)। ইয়ামিন সোনাতলা এলাকায় এবং মিরাজ পচাদিঘী সংলগ্ন এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, রাতে শহরের সোনাতলা এলাকার ইয়ামিন হাওলাদারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এক কেজি গাজা উদ্ধার করে পুলিশ সদস্যরা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী লুকিয়ে রাখা একটি ড্রামের মধ্য থেকে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা।

এদিকে পচাদিঘী  সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ মোঃ মিরাজ খানকে আটক করে পুলিশ। 

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।