খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

সাতক্ষীরায় বিজিবির অভিযান

সিলডেনাফিল ও মদসহ দশ লক্ষাধিক টাকার পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৪ এ.এম | ০৬ সেপ্টেম্বর ২০২৫


সাতক্ষীরায় পৃথক অভিযানে শুক্রবার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাক থেকে ৫০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং ১৫ বোতল ভারতীয় মদসহ প্রায় এগারো লক্ষ টাকার মালামাল আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানে ছবেদার মোড় হতে ৫০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট এবং তলুইগাছা বিওপির আভিযানে চারাবাড়ি হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়। 
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির আভিযানে ছবেদার মোড় হতে ৪ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি,  বৈকারী বিওপির আভিযানে নতুনপাড়া হতে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, কুশখালী বিওপির আভিযানে ছয়ঘরিয়া হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, কালিয়ানী বিওপির আভিযানে ছয়ঘরিয়া হতে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ ও ঘোনা বিওপির আভিযানে ক্যাম্পের মোড় হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে।
এদিকে সুলতানপুর বিওপির আভিযানে আমবাগান হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ, গাজীপুর বিওপির আভিযানে গাজীপুর হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, চান্দুরিয়া বিওপির আভিযানে গোয়ালপাড়া হতে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ,  এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে গোবিন্দকাঠি এলাকা হতে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে বিজিবি সদস্য। আটক এসব ভারতীয় পণ্যের সর্বমোট মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারীরা বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। 
উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে।