খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

নড়াইলে আরটিভির সাংবাদিক মোস্তফা কামালকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নড়াইল প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ০৭ সেপ্টেম্বর ২০২৫


যুবলীগ নেতা কর্তৃক আরটিভি নড়াইল জেলা প্রতিনিধি মোস্তফা কামালকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে তিনি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। 
ভুক্তভোগী সাংবাদিক মোস্তফা কামাল বর্তমানে আরটিভি ও দৈনিক সংকল্প নড়াইল প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত বাবলু মোল­া (৫০) নড়াইল সদর উপজেলার আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। 
জিডি সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সামাজিক বিষয় নিয়ে সাংবাদিক মোস্তফা কামালকে অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকে। তখন তিনি প্রতিবাদ করলে বাবলু মোল­া তাকে মারপিট করতে উদ্ধত হয়ে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দেয়।
সাংবাদিক মোস্তফা কামাল জানান যুবলীগ নেতা বাবলু মোল­া যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই আমি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তবে যুবলীগ নেতা বাবলু মোল­া বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি থানায় সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।