খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

রামপালে হুড়কা ইউনিয়ন পরিষদে হামলাকারী মোহাম্মদ আলী গ্রেফতার

রামপাল প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ০৭ সেপ্টেম্বর ২০২৫


রামপালের হুড়কা ইউনিয়নের আইসিটি কক্ষে সন্ত্রাসী হামলার অভিযোগে মোহাম্মদ আলী(৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০ টায় প্রযুক্তির মাধ্যম পার্শ্ববর্তী মোংলা এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে হামলা চালিয়ে কম্পিউটার ভাঙচুর, মালামাল তসনস ও হুমকি এবং সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে মামলা হয়। 
উলে­খ, গত বৃহস্পতিবার হুড়কা ইউপি’র আইসিটি রুমে প্রবেশ করে উপজেলার ছাড়াখালী গ্রামের আকরাম শেখের ছেলে মোহাম্মদ আলী। সে আইসিটি সেন্টারে গিয়ে সেবা পেতে বিলম্ব হওয়ায় ইউডিসি সদস্য তীলক মন্ডল ও রুনু বিশ্বাসের উপর চড়াও হয়। ওই সময় সে কক্ষে থাকা কম্পিউটার ভেঙে ফেলে ও কাগজপত্র ক্ষতি করে। ওই সময় সে উদ্দ্যোক্তাদের হুমকি দিয়ে সরকারি কাজে বাঁধা প্রদান করে। এ ঘটনায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এ ঘটনায় ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা মোজাহিদুর রহমান ৫ সেপ্টেম্বর রাতে বাদী হয়ে রামপাল থানায় একটি লিখিত এজাহার করেন।থানার ওসি আতিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।