খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের পক্ষে গাছের চারা বিতরণ

রূপসা প্রতিনিধি |
১১:৩৯ পি.এম | ০৭ সেপ্টেম্বর ২০২৫


জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, খুলনা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লি­কের পক্ষ থেকে রূপসার সর্বস্তরের জনসাধারণের মাঝে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি রোববার দিনব্যাপী উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। 
সাবেক ছাত্রনেতা, দক্ষিণ কোরিয়া বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজালাল শান্ত শেখের সার্বিক তত্ত¡াবধানে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। পরবর্তীতে বিএনপি নেতা পারভেজ মল্লিকের উপজেলা সদর কাজদিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপি ৪ শতাধিক জনসাধারণের মাঝে ফলজ চারা গাছ বিতরণ করা হয়। চারা গাছ বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা দক্ষিণ কোরিয়া বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজালাল শান্ত শেখ, যুবদল নেতা শাহাজাদা আলমগীর, মোঃ আকরাম হোসেন শেখ, তানভীর মলি­ক তুষার, শাহরুখ হাসান, মনজুরুল ইসলাম জিহাদ, বুলু শেখ, সাঈদ শেখ, ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিরান, সৈকত শেখ, সাব্বির রহমান, সাঈদ, মোর্শেদ প্রমুখ।