খুলনা | মঙ্গলবার | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৪ ভাদ্র ১৪৩২

৩ এপিবিএন খুলনার সাফল্য অব্যাহত

হারানো জিডি মূলে উদ্ধার হওয়া ৩০টি মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৪৪ এ.এম | ০৮ সেপ্টেম্বর ২০২৫


৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দীন-এর নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে আসছে। দিক নির্দেশনায় সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী, সহকারী পুলিশ সুপার এস কে আব্দুল­াহ আল সাঈদ-এর প্রত্যক্ষ তত্ত¡াবধানে আগস্ট মাসে বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে উদ্ধারকৃত সর্বমোট ৩০টি মোবাইল  প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করে ৩, এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট।  
এছাড়াও ১টি  হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিভিন্ন অনলাইন প্রতারণাসহ সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের আইনী সেবা প্রদান করা হয়। 
হারানো মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের সময়ে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দীন বলেন, জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে হয়তো আগামীতেও আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।