খুলনা | মঙ্গলবার | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৫ ভাদ্র ১৪৩২

বটিয়াঘাটা ভূমি অফিসের সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ০৯ সেপ্টেম্বর ২০২৫


বটিয়াঘাটা ভূমি অফিসের সামনে থেকে দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক এইচ এম সাগর (হিরামন) এর হিরো স্পি­ন্ডার মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক হিরামন সাগর জানান বেলা ১.৩০ মিনিটে এসিল্যান্ড অফিসের সামনে তিনি গাড়ি রেখে তথ্য সংগ্রহের কাজে ইউএনও অফিসে যান। কাজ শেষে ফিরে এসে দেখেন গাড়িটি সেখানে নেই। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। মোটরসাইকেলটি ছিলো কালো কালচে কফি কালারের। পরে তিনিসহ তার সহকর্মীরা থানা পুলিশের সহায়তা নিয়ে এসিল্যান্ড অফিস ও ইউএনও অফিসের সিসি টিভি ফুটেজ চেক করেন। কিন্তু ইউএনও অফিসের বাইরের আটটি ক্যামেরাই নষ্ট বলে কর্তৃপক্ষ জানায়। এদিকে এসিল্যান্ড অফিসে গেলে সিসি টিভির পাসওয়ার্ড দিতে টালবাহানা শুরু করে অফিস কর্তৃপক্ষ। এসি ল্যান্ড অফিস থেকে বলা হয় স্যার ছুটিতে থাকায় পাসওয়ার্ড আমাদের কাছে নেই, স্যারের কাছে পাসওয়ার্ড। আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার ঘটনাস্থলে এসে পাসওয়ার্ড নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন। তবে সেখানে মোটরসাইকেল চোরের ফুটেজ দেখতে পাওয়া যায়। ঘটনার পরপরই সাংবাদিক হিরামন থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন। থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিক সিসিটিভি ফুটেজ চেক করে অভিযান অব্যাহত রেখেছি।